বুধবার সন্ধ্যায় ঘোষণা হতে পারে তফসিল

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্যে বুধবার বিকাল ৫টায় কমিশনের সভা ডাকা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) কমিশনের অনানুষ্ঠানিক এক বৈঠকে ওইদিন বৈঠকের পর তফসিলের ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।

জানা গেছে, কমিশন সভার সিদ্ধান্তের পর আগামীকালই (বুধবার) নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এদিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তিনি এই তফসিল ঘোষণা করতে পারেন।

পরে তফসিলের বিষয়ে জানতে চাইলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল (বুধবার) সকাল ১০টায় আপনাদের চায়ের আমন্ত্রণ জানাচ্ছ। তফসিল কখন ঘোষণা হবে, ওই সময় এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

সংলাপের বিষয়ে রাজনৈতি দলগুলোকে মার্কিন চিঠি তফসিলে কোনও প্রভাব পড়বে না বলেও জানান সচিব। তিনি বলেন, ‘এটি সংলাপের চিঠি কিনা, কমিশন তা অবহিত নয়। কারণ কমিশনের কাছে তো কিছু আসেনি। নির্বাচন কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতায় যে রোডম্যাপ প্রস্তুত করেছে, সেই রোডম্যাপ অনুসরণ করছে।’