বিস্ফোরণের পর সেই সাত তলা ভবনে ফাটল, উদ্ধারকাজ বন্ধ

ফাইল ছবি। সংগৃহিত।

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণের পর সাততলা ওই ভবনে ফাটল দেখা গেছে। এ কারণে উদ্ধার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিস। ইঞ্জিনিয়াররা এসে পর্যবেক্ষণ করে জানানোর পর আবার উদ্ধারকাজ শুরু করবেন ফায়ার সার্ভিস সদস্যরা। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণা দেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

বিস্ফোরণের পর থেকেই ঘটনাস্থলে ভিড় করেছে উৎসাহী জনতা। তাদের সরিয়ে দিতে সন্ধ্যা থেকেই ফায়ার সার্ভিস সদস্যরা মাইকিং করছেন।

এছাড়া বিস্ফোরণস্থলের আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট গুলিস্তানে ভবন বিস্ফোরণস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।