সারাবিশ্বডটকম অনলাইন ডেস্ক: বিসিএস ক্যাডারের নারী কর্মকর্তাদের সংগঠন বিসিএস উইমেন নেটওয়ার্কের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ। আর মহাসচিব হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সায়লা ফারজানা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার ঢাকার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের চতুর্থ বার্ষিক সাধারণ সভায় ১৯টি ক্যাডারের নারী কর্মকর্তাদের সমন্বয়ে আগামী এক বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ সিভিল সার্ভিসে নারী কর্মকর্তাদের জন্য সমান সুযোগ সৃষ্টি ও জেন্ডার ন্যায্যতা এনে বৈষম্যমুক্ত কর্ম-পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় বিসিএস উইমেন নেটওয়ার্ক।
সংগঠনের বিদায়ী সভাপতি খাদ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপত্বিতে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান।