বিশ্বজুড়ে কৃতজ্ঞতা জানালেন মেসি

সারাবিশ্বডটকম অনলাইন ডেস্ক: আজ শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। বিশ্বকাপ জয়ের লক্ষ্যে দলটির প্রথম বাঁধা সৌদি আরব। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে যখন এলেন লিওনেল মেসি, তখন উঠে এলো বিশ্বজুড়ে ছিটিয়ে থাকা অগণিত ভক্তের কথাও।

আমার ক্যারিয়ার জুড়ে আমি যে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। আমি যেখানেই ছিলাম, ভালোবাসার কমতি হয়নি। এটা দারুণভাবে উপভোগ করেছি আমি।

সেই ভক্তদের চাওয়া যে মেসির হাতে একটা বিশ্বকাপ, কোপা জিতে আসায় এবার চাপটা অনেক কম। বললেন, ‘আমরা সবেমাত্র একটি টুর্নামেন্ট জিতেছি এবং স্পষ্টতই এটা আপনাকে কাজের ধরনটা বদলে দেয়, আমরা এখন কেবল জাতীয় দলে আমাদের সময়টা উপভোগ করছি।’