অনলাইন ডেস্ক : নাকের ডগায় চলে এসেছে বিশ্বে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি বিশ্বকাপ। জনপ্রিয় এই টুর্নামেন্ট শুরু হতে বাকি আর ১০০ দিন। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের ১২তম আসর। এবারের বিশ্বকাপে অংশ নিবে মোট দশটি দল।
দ্য ওভালে আগামী ৩০ মে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। মূল টুর্নামেন্ট শুরুর আগে ২৪ মে শুরু হবে প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই সব দল প্রস্তুতি নিতে শুরু করেছে।
এবারের বিশ্বকাপে কোনো গ্রুপ নেই। প্রথমে লিগ পদ্ধতিতে সবাই সবার মুখোমুখি হবে। অর্থাৎ, প্রতিটি দল ৯টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনালে।
২০১৫ সালে বিশ্বকাপের সর্বশেষ আসরটি অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। রানার্স আপ হয়েছিল আরেক স্বাগতিক দল নিউজিল্যান্ড। গত দুই আসরে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক দল। ২০১১ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক ভারত।