বৃহত্তর সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মাহতাবুর রহমান এনআরবি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: বেসরকারি এনআরবি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বৃহত্তর সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহম্মদ মাহতাবুর রহমান। ব্যাংকের ১৪২তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তিনি এই পদে পুনর্নির্বাচিত হন। প্রতিথযশা ব্যবসায়ী মাহতাবুর রহমান ব্যবসায়ে উল্লেখযোগ্য অবদান রাখায় ২০১২ থেকে ২০২০ পর্যন্ত টানা ৯ বার সিআইপি নির্বাচিত হন। এ ছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরক হিসেবে সাতবার বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদক রেমিট্যান্স অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি প্রথম প্রবাসী বাংলাদেশি হিসেবে সংযুক্ত আরব আমিরাত সরকারের গোল্ড কার্ড ভিসা অর্জন করেছেন। বিশিষ্ট এই ব্যবসায়ী ১৯৭০ সালে সৌদি আরবের মক্কায় পারিবারিক ব্যবসা আল হারামাইন পারফিউম ব্যবসায় ক্যারিয়ার শুরু করেন। বর্তমানে তিনি আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।