বিশিষ্ট আলেম, প্রবীণ লেখক ও গবেষক মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আর নেই

ছবি: সংগৃহিত।

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: বিশিষ্ট আলেম, প্রবীণ লেখক ও গবেষক মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী গতকাল ১৯/১/২০২৪ ইং তারিখ বিকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । জানাজা শেষে রাতেই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে জানিয়েছেন বড় ছেলে মাসুদ বিন আব্দুল্লাহ। মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর জন্ম ১৯৪২ সালে সিলেটে। তিনি প্রথমে কওমি মাদ্রাসায় শিক্ষাগ্রহন করেন।পরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন। ঢাকায় এসে ঢাকা সরকারি আলিয়া মাদরাসায় পড়াশোনা সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে থেকে তিনি ইসলাম বিষয়ে উচ্চতর ডিগ্রি নেন।তিনি দীর্ঘদিন গণভবন ও সচিবালয় মসজিদে ইমাম ও খতিব হিসেব দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিনের সাবেক সভাপতি, বাংলাদেশ শিক্ষা বোর্ডের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন।বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মাওলানা জালালাবাদী ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন। তিনি ভাষা আন্দোলন ও ছয়দফা আন্দোলনে ভূমিকা রেখেছেন। মওলানা আবদুল হামিদ খান ভাসানী ,মাওলানা জাফর আহমাদ উসমানী, আ’লীগ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সামছুল হকসহ অনেক জাতীয় ব্যক্তিত্বের সাথে ছিল তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক। বিভিন্ন দৈনিক ও মাসিক পত্রিকায় তার শতশত প্রবন্ধ ছাপা হয়েছে। তার লিখিত, অনূদিত, সম্পাদিত পুস্তকাদির সংখ্যা শতাধিক।আমরা মরহুমের মাগফিরাত কামনা করছি ওবং শোকসন্তপ্ত পরিবারের সকলকে সমবেদনা জানাচ্ছি।