সারাবিশ্বডটকম রিপোর্ট: বর্তমান সরকারের চতুর্থ বাজেট অধিবেশন শুরু হচ্ছে রবিবার (৫ জুন)। টানা তৃতীয় মেয়াদের ১৪তম বাজেট দিতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
নির্বাচনের আগের বছরের এই বাজেটে সাধারণ ভোটারদের কল্যাণের কথা বিবেচনা করে বেশ কিছু চমক থাকতে পারে বাজেটে। এদিন বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হবে।
বাংলাদেশের আর্থিক বছরের হিসাব অনুযায়ী জুলাই-জুনকে অর্থবছর ধরা হয়। তাই ২০২২-২০২৩ অর্থবছরের জন্য বাজেট দিতে যাচ্ছে সরকার।
বৃহস্পতিবার ৯ জুন নতুন অর্থবছরের জন্য বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ওইদিন বিকাল ৩টায় ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। ইতোমধ্যে বাজেটের আকার কত হতে পারে তার একটি ধারণা বিভিন্ন সময় দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২২-২০২৩ অর্থবছরে বাজেটের আকার হতে পারে ৬ লাখ ৭৭ হাজার কোটি টাকা।
করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে সংসদ অধিবেশনে কিছু বাধ্যবাধকতা মেনে চলা হয়। তারই ধারাবাহিকতায় এবারও অধিবেশন চলাকালীন বিভিন্ন বিধিনিষেধ মেনে চলতে হবে সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের। গত দুই বছরের মতো এবারও প্রতি কর্ম দিবসে অর্ধেক সংখ্যক সংসদ সদস্যদের উপস্থিতির জন্য আমন্ত্রণ করা হবে। ভাগ ভাগ করে সকলকে সুযোগ দেবে সংসদ।
ইতোমধ্যে সংসদ সচিবালয় থেকে একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী কে কবে উপস্থিত থাকবেন, কে কবে বাজেটের উপর আলোচনা করবেন তার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী সংসদ সদস্যদের আমন্ত্রণ জানাবেন।
সংসদ অধিবেশনে যোগদানের জন্য অবশ্যই করোনা নেগেটিভ সনদ লাগবে। সেজন্য সংসদ সচিবালয়ের ক্লিনিকে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া প্রতিদিন ১৭৫ থেকে ১৮০ জন সংসদ সদস্যকে উপস্থিত থাকতে বলা হবে।
বাজেট অধিবেশনে কবে কী?
৯ জুন বাজেট দেবেন অর্থমন্ত্রী। একই দিন ২০২২ সালের অর্থবিল পেশ করবেন তিনি।
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বাজেটের পরদিন অর্থাৎ শুক্রবার বিকাল ৩টায় বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী। এরপর ১২ জুন ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেটে অন্তর্ভুক্ত দায়যুক্ত ব্যয়ের উপর আলোচনা হবে।
২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেটের অন্তর্ভুক্ত অন্যান্য ব্যয় মঞ্জুরি দাবির উপর ভোটগ্রহণ। একইদিন নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল ২০২২ উপস্থাপন বিবেচনা ও পাস। বাজেট অধিবেশনের ক্যালেন্ডার অনুযায়ী ১৪ জুন থেকে ২৮ জুন ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন ২০২২-২৩ অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।
২৯ জুন বুধবার ২০২২-২৩ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তি দায়যুক্ত ব্যয়ের উপর আলোচনা এবং বাজেট আলোচনার পর প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্য ২০২২ সালের অর্থবিল বিবেচনা ও পাস হবে। ৩০ জুন বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।