বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করেছে : এমপি শাওন

এসবি মিলন :
উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মান সম্মত শিক্ষার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। আজ রবিবার নির্বাচনী এলাকা লালমোহনের একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি শাওন আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে শিক্ষায় আধুনিকায়ন করেছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ব্যবস্থা, কম্পিউটার ল্যাব ও লাইব্রেরী স্থাপন করে মান সম্মত শিক্ষা ব্যবস্থা চালু করেছে। গত ১০ বছরে সারা বাংলাদেশের মতো লালমোহন-তজুমদ্দিনেও প্রায় অর্ধ শতাধিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছি। এতে বহু শিক্ষিত মেধাবীর কর্মসংস্থান হয়েছে। এতে সমাজে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটেছে। শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক কোনো প্রকার যেন অপরাধ ইভটিজিং না হয় সে জন্য পুলিশ প্রশাসনকে সতর্ক রাখা হয়েছে। আজকে একজন মেধাবী শিক্ষার্থীই হবে আগামীর সমাজ গঠনের মূখ্য চালিকা শক্তি। এ জন্য সমাজের সর্ব স্তরের মানুষকে শিক্ষার প্রতি গুরুত্ব দেয়ার আহবান জানান এমপি শাওন।
লালমোহন হা-মীম স্কুল এ্যান্ড কলেজের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমদ, উপিজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আ’লীগ সেক্রেটেরী শফিকুল ইসলাম বাদল প্রমূখ উপস্থিত ছিলেন।

১২/৫/১৯ইং