বন্ধু রাষ্ট্র কে কি বললো তাতে কিছু যায় আসে না : তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল যে কোনো বিষয়ে পরামর্শ দিতে পারেন। তা গ্রহণ করবো কি না আমাদের ব্যাপার। বন্ধু রাষ্ট্র কে কি বললো তাতে কিছু যায় আসে না। দেশটা আমাদের। দেশের মানুষ যা চাইবে সে ভাবেই হবে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। মন্ত্রিসভা ছোট করা বা না করা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি প্রয়োজন হলে করতে পারেন। তবে আগেই এটা নিয়ে কিছু বলা সংবিধান সম্মত নয়।

হাছান মাহমুদ বলেন, আজকে যখন মানবতার বিরুদ্ধে অপরাধ হচ্ছে, ইসরায়েল নির্বিচারে ফিলিস্তিনিদের মারছে। তখন ইসরায়েলের পক্ষ নিয়েছে বিএনপি।