সারাবিশ্বডটকম অনলাইন ডেস্ক: ০১ সেপ্টেম্বর বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও সাবেক হাইকমিশনার জনাব এ এইচ মোফাজ্জল করিম। প্রধান বক্তা ছিলেন সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আছহাব উদ্দিন এন,ডি,সি,। বিশেষ অতিথি ছিলেন সাবেক সহকারী বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন উদ্দিন খোকন, এনার্জি রেগুলেটরি কমিশনের মাননীয় চেয়ারম্যান জালাল আহমেদ।মাওলানা শেখ ওবায়দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী, বীর মুক্তিযোদ্ধা মালেক খান। ডাঃ ওমর খৈয়াম। বীর মুক্তিযোদ্ধা গোলাম কাদের। সৈয়দ তানজিল মোক্তাদির রাফি।সংগঠনের নেতৃবৃন্দ।সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিম। সার্বিক পরিচালনায় সংঘটনের মহাসচিব এম এ রকিব খান। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে। আরও বক্তব্য রাখেন,ড.সামসুল হক, ড.সোহেল আলবেরুনী,কুতুবউদ্দিন আহমেদ সুহেল, আব্দুল কাইয়ুম সেলিম,সাইফুল ফারুকী, মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নেওয়াজ চৌধুরী, ফাহমীর চৌধুরী রুবেল,পপি আক্তার, বিউটি আক্তার আবুবকর সিদ্দিক, রুহুল আমীন প্রমুখ।