সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: রোবোটিক সার্জারি শুরু করার ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ চূড়ান্ত পরিকল্পনা গ্রহন করেছেন। চিকিৎসা ক্ষেত্রে আধুনিকায়ন সহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি নিরবে নিরলস কাজ করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে রোবোটিক সার্জারি চালুর সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেছেন তিনি। এ বিষয়ে ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ কে প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ল্যাপারস্কোপিক সার্জন অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আলম কে কনভেনার ও সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আবুল কালাম চৌধুরী কে সদস সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট রোবোটিক সার্জারি বিষয়ক টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্র-ভিসি ( একাডেমিক ) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন-উপদেষ্টা, প্র-ভিসি ( প্রশাসন ) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ-উপদেষ্টা, প্র-ভিসি ( গবেষণা ও উন্নয়ন )অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান-উপদেষ্টা, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান-কো-কনভেনার, সদস্য-অধ্যাপক ডা. শাহদাত হোসেন শেখ, চেয়ারম্যান, কলোরেক্টাল সার্জারি বিভাগ, অধ্যাপক ডা. ইশতিয়াক আহমেদ শামীম, চেয়ারম্যান, ইউরোলজি বিভাগ, অধ্যাপক ডা. তৃপ্তি রানী দাশ ( অবস এন্ড গাইনী ),ডা. মো. রাসেল- সহযোগী অধ্যাপক, সার্জিক্যাল অনকোলজি, ডা. ফারুক হোসেন- সহযোগী অধ্যাপক, ইউরোলজি ও ডা. মো. ফেরদৌস- সহযোগী অধ্যাপক , সার্জারি। আজ ১৮ /১/২০২৩ তারিখ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে মাননীয় ভিসি মহোদয়ের সভাপতিত্বে রোবট টেকনিক্যাল কমিটির সভায় Medronic ও Vursius কোম্পানিগুলো তাদের নিজ নিজ রোবটের বিস্তারিত উপস্থাপন করে। সভায় রোবটিক সার্জারির প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রাথমিক পদক্ষেপ হিসাবে সংশ্লিষ্ট ফ্যাকাল্টিগনের রোবটিক সার্জারি প্রশিক্ষণ ব্যাবস্থা করা হবে এবং একই সাথে রোবট সাজারির আনুসাঙ্গিক প্রক্রিয়া শ্রুরু করা হবে।
Home এক্সক্লুসিভ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রোবটিক সার্জারির পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে: ভিসি