বইমেলায় আফলাতুন নাহার শিলুর প্রথম কবিতাগ্রন্থ “ভালোবাসার ছাদবাগান”

অনলাইন ডেস্ক : ছায়ানটে গত ১৯ ফেব্রুয়ারি মোড়ক উন্মোচন হলো আফলাতুন নাহার’স কিচেনের মালিক আফলাতুন নাহার শিলুর প্রথম কবিতাগ্রন্থ ভালবাসার ছাদবাগানের। অনেক প্রতিকূলতা উপেক্ষা করে নারীর জাগরণের এক বার্তা নিয়ে এসেছেন তিনি। ইচ্ছা ও অদম্য স্পৃহা থাকিলে মানুষের পক্ষে হিমালয় অতিক্রম করা সম্ভব। এরই উজ্জল দৃষ্টান্ত “ভালোবাসার ছাদবাগান”।

একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত আফলাতুন নাহার লেখালেখির পাশাপাশি ইউটিউবে রান্নাবান্না আপলোড করেন। প্রায়ই দেখা যায় বিভিন্ন টিভি চ্যানেলে রান্না বিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহন করতে।  এবং এর মাধ্যমে তিনি একজন দর্শক নন্দিত রন্ধনশিল্পীও বটে। ফেসবুকে একটি গ্রুপও চালান – কবিতা, গান সহ অন্যান্য বিষয় নিয়ে।

তিনি প্রাণীবিজ্ঞান বিষয়ে মাস্টার্স ডিগ্রীধারী। আবৃত্তি করতে পছন্দ করেন। তাহার স্বামী নাজমুল হক আইটি বিশেষজ্ঞ। দুই সন্তান ইংরেজি স্কুলে পড়ছে।