ফের ক্যামেরার সামনে যাচ্ছেন কারিশমা!

অনলাইন ডেস্ক: ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। বিয়ের পর অভিনয় ক্যারিয়ারে ভাটা পড়ে তার। স্বামী-সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। যদিও ২০১৬ সালে স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে কারিশমার।

সম্প্রতি জানা যায়, সিনেমা নয়, ওয়েব সিরিজের মাধ্যমে ফের ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন কারিশমা। খুব শিগগিরই ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী একতা কাপুরের সঙ্গে শুটিংও নাকি শুরু করতে যাচ্ছেন। নারী নির্ভর গল্পে ওয়েব সিরিজটি নির্মিত হচ্ছে।

এদিকে কিছুদিন আগে কারিশমার দ্বিতীয় বিয়ে নিয়ে গুঞ্জন ওঠে। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানান, সন্তান নিয়ে বেশ ভালো আছেন তিনি। তাই এখন বিয়ে নিয়ে কারিশমা চিন্তিত নন।