অনলাইন ডেস্ক: আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দ্বিতীয় বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। হোয়াইট হাউস এ বৈঠকের কথা নিশ্চিত করেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করতে গত বছরের জুনে সিঙ্গাপুরে প্রথম বৈঠকে বসেছিলেন ট্রাম্প ও কিম। তাদের বৈঠকের পর কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমার প্রেক্ষিতে বেশ কিছুদিন ধরেই ফের বৈঠকে বসার চেষ্টা চালাচ্ছিল দুই দেশ।
উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা কিম ইয়ং চোল গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। উত্তর কোরিয়ার সাবেক গোয়েন্দা প্রধান কিম ইয়ং চোল কিমের ডান-হাত হিসেবে পরিচিত। দেশটির নেতৃস্থানীয় এ আলোচক বৈঠক নিয়ে ট্রাম্পকে কিমের একটি চিঠি দেন।
গত বছরের জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের বৈঠকের পর পরমাণু নিরস্ত্রীকরণে কিছুটা অগ্রগতি হয়। তবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দুই নেতার এ বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে তা জানায় নি হোয়াইট হাউস। তবে গুঞ্জন শোনা যাচ্ছে বৈঠকটি হতে পারে ভিয়েতনামে।