ফেনীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

অনলাইন ডেস্ক: ফেনীর ফুলগাজীতে ট্রাকের ধাক্কায় হাফেজ জাহিদুল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম ফুলগাজী সদর ইউনিয়নের গাবতলা গ্রামের বাসিন্দা। তিনি মুন্সিরহাট ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং স্থানীয় একটি মসজিদের ইমাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় মসজিদের ইমাম হাফেজ জাহিদুল ইসলাম তার বন্ধু আবদুল জাব্বারকে (২৩) নিয়ে মোটরসাইকেলে মাদরাসায় আসছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি ফুলগাজী কলাবাগান নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে আধুনিক ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন।

ফুলগাজী থানা পুলিশের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।