‘প্রিন্স অব রাসেল-৩’র উদ্বোধন, ঢাকা থেকে যাওয়া যাবে লক্ষ্মীপুর

ঢাকার সদরঘাট টার্মিনালে আনুষ্ঠানিকভাবে লঞ্চ চলাচল উদ্বোধন করা হয়

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর জেলাবাসীর বহু প্রতীক্ষিত ঢাকা-সদরঘাট নৌপথ চালু হয়েছে। লঞ্চ চলাচল উদ্বোধনের মধ্য দিয়ে সোমবার দুপুর আড়াইটা থেকে এই নতুন নৌপথ চালু হয়। বিআইডব্লিউটিএ’র নৌ-ট্রাফিক বিভাগের পরিচালক রফিকুল ইসলাম ঢাকার সদরঘাট টার্মিনালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

এমভি প্রিন্স অব রাসেল-৩ নামে লঞ্চটি প্রতিদিন দুপুর আড়াইটায় ঢাকার সদরঘাট থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ঘাটের উদ্দেশে ছেড়ে যাবে। লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে সকাল সাড়ে ৬টায়। লক্ষ্মীপুর থেকে ঢাকার ভাড়া সাধারণ ৩৫০ টাকা, সিঙ্গেল কেবিন ৮০০ টাকা, ডাবল কেবিন এক হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলার সর্বস্তরের জনগণ দীর্ঘ সময় থেকে এই নৌপথের দাবি জানিয়ে আসছিলেন। প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছিলেন তারা। প্রধানমন্ত্রী ২০১৭ সালে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ঘাটকে নৌ-বন্দর ঘোষণা করেছেন। সেই অনুযায়ী নৌপথের জন্য মেঘনা নদী ড্রেজিং করা হয়।