
গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে এবং বন্যার্তদের সাহায্যার্থে সিলেট-৩ আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী ও তার পরিবারের পক্ষ থেকে ২ কোটি ৫০ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান হিসাবে প্রদান করা হয়েছে। এরমধ্যে শফি আহমদ চৌধুরী ১ কোটি ৫০ লাখ টাকা এবং তার দুই ছেলে আরিফ আহমদ চৌধুরী ও আসিফ আহমদ চৌধুরীর পক্ষ থেকে ৫০ লাখ টাকা করে মোট ১ কোটি টাকা অনুদান হিসেবে দেয়া হয়েছে। বুধবার এ অনুদান আরিফ আহমদ চৌধুরী ও তার স্ত্রী ও
কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার চৌধুরীর মাধ্যমে প্রদান করা হয়। এ প্রসঙ্গে দিঠি আনোয়ার মানবজমিনকে বলেন, আমার শ্বশুর শফি আহমদ চৌধুরী দেশের
বিভিন্ন দুর্যোগে সরকারের ত্রাণ তহবিলে অনুদান অনেক আগে থেকেই দিয়ে আসছেন। এবারো যখন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ত্রাণ তহবিল চালু করেছেন গণঅভ্যুত্থানে আহত-নিহতদের জন্য এবং বন্যার্তদের জন্য, তখন তিনি ঠিক করলেন অনুদান দেবেন। আমার স্বামী আরিফ আহমদ চৌধুরী পূবালী ব্যাংকের ডিরেক্টর। তিনি ও তার ভাই আসিফ আহমদ চৌধুরীও এ অনুদানে অংশ নেন। আমার শ্বশুর বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকায় আমি ও আমার স্বামী আরিফ বুধবার আড়াই কোটি টাকার চেক হস্তান্তর করেছি প্রধান উপদেষ্টার কল্যাণ ও ত্রাণ তহবিলে। আশা করবো এ অনুদান সঠিকভাবে সঠিক মানুষের কল্যাণে পৌঁছবে।