সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদায়ী সিনিয়র সচিব কে এম আলী আজমকে। এ ছাড়াও সরকারের সাবেক সচিব খলিলুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুককে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি খলিলুর রহমানকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন বলে সোমবার (৯ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্যদিকে অন্যান্য সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গোলাম ফারুক এ নিয়োগ পেয়েছেন।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দায়িত্ব নেওয়ার দিন থেকে পাঁচ বছর মেয়াদে বা তাদের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত খলিলুর রহমান ও গোলাম ফারুক পিএসসির সদস্যের দায়িত্বে থাকবেন।