পিআইবি শিক্ষার্থীদের ৩ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

পিআইবি’র সেমিনার কক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের ছবি।

সারাবিশ্বডটকম অনলাইন নিউজ: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ই-লার্নিং প্লাটফর্মের শিক্ষার্থীদের মধ্য থেকে ২৯ জনকে নিয়ে তিন দিনের বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে। সাংবাদিকতায় পেশাদারিত্বের মানোন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণ দেওয়া হয়। গতকাল রোববার বিকেলে পিআইবি’র সেমিনার কক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন। ই-লার্নিং প্ল্যাটফর্ম সাংবাদিকতায় ইতিবাচক ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের সচেতনতার সাথে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। গুজব প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্যে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, ই-লার্নিংয়ের মাধ্যমে নিমিষেই জ্ঞানের আদান-প্রদান করা যায়। যেসব পেশায় প্রতিনিয়ত শিখতে হয় সেসব পেশাকে অগ্রাধিকার দিয়ে ই-লার্নিংয়ের প্রসার ঘটাতে হবে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান। পিআইবি’র সহকারী প্রশিক্ষক ও ই-লার্নিং সমন্বয়ক নাসিমূল আহসানের সমন্বয়ে এবং ই-লার্নিং ম্যানেজার শিপন মীরের তত্ত্বাবধানে প্রশিক্ষণে ঢাকার ২০ জন এবং ঢাকার বাইরের ৯ জন সাংবাদিক অংশ নেন।