সারাবিশ্বডটকম অনলাইন ডেস্ক: পাহাড়ি-বাঙালির মধ্যে সংঘাত সৃষ্টি ও সম্প্রীতির বন্ধন নষ্ট করেছিলেন জিয়াউর রহমান এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের মাধ্যমে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করেছেন শেখ হাসিনা। এখনও পাহাড়ে উন্নয়ন ও শান্তি স্থাপনের জন্য কাজ করছে আওয়ামী লীগ সরকার।’
বিএনপিকে উদ্দেশ্যে করে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের দড়ি ধরে টান দেওয়ার চেষ্টা করবেন না। দড়ি ছিঁড়ে মাটির ভেতরে ঢুকে যাবেন। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। কাজেই টান দিয়ে কোনও কাজ হবে না।’
শনিবার (১১ মার্চ) বিকাল ৩টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জেলা কৃষক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘অন্য কোনও কারণে নয়, চাঁদাবাজির কারণে এখনও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে পাহাড়ে। চাঁদাবাজি বন্ধে কাজ করে যাচ্ছে সরকার।’
সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে বিশ্ব খাদ্য সংস্থার কাছে বাংলাদেশ এখন কেস স্টাডি। পার্বত্য চট্টগ্রামে সড়ক যোগাযোগের ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন সীমান্ত সড়ক বানাচ্ছি আমরা।’
সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান মংসইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পিন্টু ভট্টাচার্যকে জেলা কৃষক লীগের সভাপতি ও খোকন ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।