সারাবিশ্বডটকম আন্তর্জাতিক ডেস্ক: বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট কমাতে নতুন নিয়ম চালু করেছে পাকিস্তান। এই পরিকল্পনার আওতায় দেশটিতে সব ধরনের বাজার রাত সাড়ে আটটার মধ্যে বন্ধ করতে হবে। আর ১০টায় বন্ধ করতে হবে বিয়ে অনুষ্ঠান।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মঙ্গলবার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমাতে এই নতুন পরিকল্পনা অনুমোদন দিয়েছে। এতে বছরে ৬২ হাজার কোটি রুপি সাশ্রয় হবে বলে জানান তিনি।
আসিফ জানিয়েছেন, এছাড়াও সরকারের সব পর্যয়ে বিদ্যুত ও জ্বালানির ব্যবহার অন্তত ৩০ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর সরকারি কার্যালয়ে সব ধরনের অপ্রয়োজনীয় বিদ্যুতের ব্যবহারও কমাতে বলা হয়েছে।
জ্বালানি আমদানির অর্থ সাশ্রয়ে এই উদ্যোগ কাজে দেবে বলেও দাবি করেছেন আসিফ। এই প্রকল্পের আওতায় ফিলামেন্টের বাল্ব উৎপাদনও ফেব্রুয়ারি থেকে বন্ধ করা হবে। এছাড়া ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতির বিষয়টিও আছে বিবেচনায়।
সূত্র: জিও নিউজ