সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।
গত ৬নভেম্বর (সোমবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা’র সিনিয়র সহকারি সচিব মো: মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদোন্নতি দেওয়া হয়।
একই প্রজ্ঞাপনে মোট ১৫০জন পুলিশ কর্মকর্তাকে সুপারনিউমারারি ‘‘পুলিশ সুপার’ পদে পদোন্নতি দেওয়া হয়।
জানা গেছে, ২৮তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা বর্তমানে চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পূর্বের কর্মস্থল ছিলো সিলেট জকিগঞ্জে। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) হিসাবে তিনি দায়িত্ব পালন করেন।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট এমসি কলেজ থেকে তিনি ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে এমপিএস (মাস্টার্স ইন পুলিশ সায়েন্স) সম্পাদন করেন।
সুনামগঞ্জের দিরাই উপজেলা এলাকায় রায় পরিবারে তার জন্ম। তার বাবা প্রয়াত সমরেন্দ্র রায় ছিলেন স্কুল শিক্ষক। সুদীপ্ত রায় চাকরি জীবনে প্রথমে সিআইডি শাখায় এবং বিভিন্ন সময়ে সিলেট মেট্রো, হবিগঞ্জ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি দেশের বাইরেও একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি ২ছেলে সন্তানের বাবা। তার স্ত্রী একজন গৃহিনী।