নৌকার প্রার্থীকে হারিয়ে বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান

ছবি সংগৃহিত।

সারাবিশ্বডটকম বিশ্বনাথ (সিলেট) ডেস্ক: বিশ্বনাথ পৌরসভার মেয়র পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান। প্রথমবারের মতো বুধবার বিশ্বনাথ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মুহিবুর রহমান জগ প্রতীকে ৮ হাজার ৪৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬৩ ভোট।বুধবার রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।

বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাতজন। তারা হলেন-বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ফারুক আহমদ (নৌকা প্রতীক), জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত মোহাম্মদ শিব্বির আহমদ (খেজুরগাছ প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান (জগ প্রতীক), যুক্তরাজ্যের নিউহাম বিএনপির (বহিষ্কৃত) সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না (মোবাইল ফোন), উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি জালাল উদ্দিন (হ্যাঙ্গার প্রতীক), আনজুমানে আল-ইসলাহ সমর্থিত ও উপজেলা আল-ইসলাহর বিশ্বনাথ শাখার সভাপতি ফয়জুল ইসলাম (চামচ) ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সফিক উদ্দিন (নারিকেল গাছ)।