অনলাইন ডেস্ক: নেত্রকোনার কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় শ্রাবণ (৫) নামে এক শিশু মারা গেছে। সে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নোয়াদিয়া গ্রামে নানাবাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়াশোনা করত।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সান্দিকোনা-রেন্ট্রিতলা সড়কের সান্দিকোনা এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত শ্রাবণ পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার থানেশ্বর গ্রামের রফিকুল ইসলামের একমাত্র সন্তান।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্র জানায়, আজ মঙ্গলবার দুপুর একটার দিকে শ্রাবণকে সঙ্গে নিয়ে তার নানা আবদুস সালাম ও নানী স্বপ্না বেগম সিএনজিচালিত অটোরিক্সায় করে সান্দিকোনায় ব্র্যাক অফিসে আসছিলেন।
এক পর্যায়ে তারা স্থানীয় সান্দিকোনা ইউনিয়ন পরিষদের সামনে সিএনজিচালিত অটোরিক্সা থেকে নামার পর একটি দ্রুতগামী ইজিবাইক শ্রাবণকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।