সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: সিজিপিএ শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশনের এক দফা দাবিতে রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত সড়ক অবরোধ করেছেন। রবিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কের শ্যামলী পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। আশেপাশের সড়কেও একই পরিস্থিতি সৃষ্টি হয়। ইতোমধ্যে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অনেক শিক্ষার্থী কাফনের কাপড় গায়ে মুড়িয়ে রাস্তায় শুয়ে পড়েন। গরমে অসুস্থ হয়ে পড়লে কয়েকজন শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ফল প্রকাশে দীর্ঘসূত্রতা তৈরি করেছে। এতে সাধারণ শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। এর দায়ভার সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ প্রশাসনকে নিতে হবে। কারণ বিশ্ববিদ্যালয় জোর করে সাত কলেজের ওপর সিজিপিএ শর্ত চাপিয়ে দিয়েছে।
সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে বলতে থাকেন, ৯ মাসে রেজাল্ট কেন, জবাব চাই জবাব চাই, ঢাবি তোমার প্রহসন, মানি না মানবো না। এক দফা এক দাবি, মেনে নাও মেনে নাও, সাত কলেজের এক দাবি মানতে হবে মানতে হবে।