সারাবিশ্বডটকম অনলাইন ডেস্ক: নিউইয়র্কস্থ ‘বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন ‘মান্নান-জুয়েল প্যানেল’র আব্দুল মান্নান। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘মিজবাহ-অপু প্যানেল’র রেজাউল আলম অপু।
২২ অক্টোবর রবিবার অনুষ্ঠিত এ নির্বাচনে আব্দুল মান্নান মাত্র ১৩ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ১৯৩৭। প্রতিদ্বন্দ্বী মিজবাহ আহমেদ পেয়েছেন ১৯২৪ ভোট। অপরদিকে, ২৬১ ভোটের বিশাল ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রেজাউল আলম অপু। অপুর প্রাপ্ত ভোট ২০১৮। এই নির্বাচনে অপুই সর্বোচ্চ ভোট পেয়েছেন।
১৯ সদস্যের কার্যকরি পরিষদের এই নির্বাচনে সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন ‘মান্নান-জুয়েল প্যানেল’র ৩ প্রার্থী। এ প্যানেলের বিজয়ী অপর দু’জন হলেন রাজু আহমদ (যুগ্ম সাধারণ সম্পাদক) ও আব্দুল হান্নান দুখু (কোষাধ্যক্ষ)।
অপরদিকে, সাধারণ সম্পাদকসহ ১৬ আসনে বিজয়ী হয়েছেন ‘মিজবাহ-অপু প্যানেল’র প্রার্থীরা। এই প্যানেলের নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন মুহিবুর রহমান রুহুল (সহ-সভাপতি), মাহমুদুল কবির রুবেল (সাংগঠনিক সম্পাদক), সিদ্দিক ইসলাম (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), শামসুল আলম শিপলু (দফতর সম্পাদক), আবু রাসেল (প্রচার সম্পাদক), জামিল আহমেদ জাফরুল (ক্রিড়া সম্পাদক), ফয়েজ আহমেদ (সমাজকল্যাণ সম্পাদক) ও হাফছা ফেরদৌস হোসেন (মহিলা সম্পাদিকা, নির্বাহী সদস্য মাহবুব উদ্দীন আলম, আমিন উদ্দীন, ইকবাল হোসেন, রেজওয়ান আহমদ, মাসুদুর রহমান, শরীফ আহমদ ও ফরহাদ হোসেন।
উল্লেখ্য, ৮ হাজার ভোটারের মধ্যে প্রায় ৪ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নিউইয়র্ক সিটির ওজনপার্কে স্থাপিত কেন্দ্রে রাত সাড়ে ৮টা অবধি ভোট চলার পর নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করেন। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান ও সাধারণ সম্পাদক রোকন হাকিম বিয়ানীবাজার সমিতির নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার জন্যে ভোটারগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে নির্বাচন কমিশন।