অনলাইন ডেস্ক: নাটোরের তেবাড়িয়া এলাকা থেকে অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ সোমবার ভোররাতে নাটোর-বাগাতিপাড়া সড়কের মোহনপুর বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, ভোররাতে নাটোর-বাগাতিপাড়া সড়কের মোহনপুর বটতলা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ঘেরাও করে পুলিশ ছয় ডাকাতকে আটক করে এবং তাদের কাছ থেকে বড় হাঁসুয়া, লোহার রড, লাঠিসোটা ও দড়িসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে।
আটকরা হলেন- রাজশাহীর বাঘা উপজেলার খায়েরহাট গ্রামের মোলাম দালালের ছেলে ইন্টু দালাল, কলিগ্রাম গ্রামের রণজিত আলী প্রামাণিকের ছেলে বাবু প্রামাণিক ও খাগরবাড়ি গ্রামের শহিদুল কারিগরের ছেলে সোহেল রানা, চারঘাট থানার বাটিকামারি গ্রামের চাঁদ মোহাম্মদের ছেলে আবুল কালাম, মুংলি গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে রাসেল আহম্মেদ এবং নাটোরের লালপুর থানার মিয়াপুর গ্রামের মাজদার হোসেনের ছেলে আফজাল হোসেন।
পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে নাটোর ও রাজশাহীর বিভিন্ন থানায় হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে। তারা সকলেই আন্তজেলা ডাকাত দলের সদস্য।