অনলাইন ডেস্ক: নরসিংদীর শিবপুরে অজ্ঞাত (৪০) এক নারীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ কারারচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন মিলগেইটের পাশ্ববর্তী একটি কলা বাগানে রক্তাক্ত অজ্ঞাত নারীর লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত ও গলায় ওড়না পেচাঁনোর দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।