সারাবিশ্বডটকম অনলাইন ডেস্ক: মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের একান্ত সচিব (পিএস) নিয়োগ দেওয়া শুরু হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৮ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পিএস নিয়োগ দেওয়া হয়। পর্যায়ক্রমে সব মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পিএস নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।
যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. মোস্তাফিজুর রহমানকে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর পিএস, নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুর রহমানকে নৌপরিবহণ প্রতিমন্ত্রীর পিএস, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শাহগীর আলমকে শিক্ষামন্ত্রীর পিএস, জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব নাইমুল আজম খানকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রীর পিএস, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল হামিদ মিয়াকে পরিকল্পনামন্ত্রীর পিএস হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর আগের পিএসদের পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।