সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

উপজেলা প্রতিনিধি এম.এইচ. শাহজাহান আকন্দ: সুনামগঞ্জের দোয়ারা বাজার সদর ইউনিয়নে বাজিদপুর গ্রামে ১ম শেনীতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার (৬টা) দুপরে এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে কবির হোসেনকে আসামি করে দোয়ারা বাজার থানায়  মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত কবির হোসেন দোয়ারা বাজার সদর ইউনিয়নের বাজিত পুর গ্রামের ওহাব আলীর ছেলে।

মামলা সুত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে ফিসারী পাড়ে নানির সাথে  শাক তুলতে যায়। শিশুটির নানিকে অভিযুক্ত কবির হোসেন কৌশলে একটু দুরে কচুর লতি পাওয়া যাবে বলে পাঠিয়ে দেয়। এসময় মেয়েটির মুখে চেপে ধরে ধর্ষণ করে। পরে শিশুর চিৎকারে কবির হোসেন দ্রুত পালিয়ে যায়।

দোয়ারা বাজার থানা ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, নির্যাতিতার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামি আটকের চেষ্টা চলছে।