সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এ অবস্থা চলতে থাকলে দেশে ব্ল্যাকআউট আরও হবে। বুধবার রাজধানীর আসাদ গেটের নিজ বাসায় তাকে দেখতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় ইকবাল হাসান মাহমুদ টুকু এ কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারের লুটপাট আর অব্যবস্থাপনার কারণে এমন দুর্যোগ আবারও হবে। সরকারের তরফ থেকে মানুষকে বোকা বানানোর প্রক্রিয়া প্রকাশ হয়েছে। জনগণ দেখেছে সরকারের মিথ্যা বুলি দিয়ে কাজ হয় না। সরকারের অপরিকল্পিত ও অব্যবস্থাপনা কারণে দেশের মানুষকে আরও খেসারত দিতে হবে। এজন্য এ সরকারকে হটাতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির মাস্টার প্লান আছে, ক্ষমতায় এলে বিদ্যুতায়নে গুরুত্ব দেয়া হবে। ৬০ শতাংশ সরকারি এবং ৪০ শতাংশ বেসরকারি খাতে দেয়া হবে।