সারাবিশ্বডটকম রিপোর্ট: পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের করোনার টিকার প্রথম চালান দেশে এসে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শনিবার (৩০ জুলাই) করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, প্রথম দফায় ১৫ লাখ দুই হাজার ৪০০ ডোজ টিকা দেশে এসেছে। পাঁচ থেকে ১১ বছরের শিশুদের টিকা প্রয়োগ আগস্টেই শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে জায়গা ও সময় নির্ধারণ করা হবে।
১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মতো পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদেরও স্কুলগুলোতে কেন্দ্র করে ফাইজারের এই বিশেষ টিকা দেওয়া হবে। প্রাথমিকভাবে পাঁচ থেকে ১১ বছর বয়সী দুই কোটি ২০ লাখ শিশুকে এই টিকা কর্মসূচির আওতায় আনা হবে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।