দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৪৬, শনাক্ত ১৫,৯৮৯

সারাবিশ্বডটকম অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯৮৯ জনের। একই সময়ে করোনায় মারা গেছেন ২৪৬ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২১ হাজার ১৬২। এছাড়াও করোনায় মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৮ হাজার ৭৪৮ জন। একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৫ হাজার ৯৩৭ জনের। পরীক্ষা করা হয়েছে ৫৩ হাজার ৪৬২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ।

মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭৬ জন। এছাড়া চট্টগ্রামে ৬৪, রাজশাহীতে ২২, খুলনায় ৩০, বরিশালে ১৬, সিলেটে ১৪, রংপুরে ১৪ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।