দেশে করোনায় পাঁচ মাস পর সর্বনিম্ন শনাক্ত

ছবি: সংগৃহিত।

সারাবিশ্বডটকম অনলাইন ডেস্ক: করোনায় একদিনে দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৯৬ জন। এর আগে গত ১৬ মে ৩৬৩ জনের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সে হিসাবে দৈনিক শনাক্ত ৮ মাস পর সর্বনিম্ন দেখলো দেশ। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন নয় জন, যা গতকাল ছিল সাত জন। 

শুক্রবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নয় জনকে নিয়ে দেশে করোনায় সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৭ হাজার ৭৪৬ জন। আর ৩৯৬ জনকে নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জন।

এ সময়ে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫২৩ জন। এদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন মোট ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন।

একদিনে রোগী শনাক্তের হার দুই দশমিক নয় শতাংশ আর এখন পর্যন্ত ১৫ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ৩টি আর পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯৮০টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ৬১ হাজার ২৪৫টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৩ লাখ ৭৩ হাজার ১৯৭টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২৬ লাখ ৮৮ হাজার ৮৮টি।

গত ২৪ ঘণ্টায় মৃত নয় জনের মধ্যে পুরুষ চার জন আর নারী পাঁচ জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৭৭৫ জন আর নারী নয় হাজার ৯৭১ জন।

বয়স বিবেচনায় তাদের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে আছেন দুই জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চার জন আর ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন একজন। আর তাদের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন ছয় জন, চট্টগ্রাম বিভাগের দুই জন আর সিলেট বিভাগের একজন।

অধিদফতর জানাচ্ছে, এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন আট জন আর বেসরকারি হাসপাতালে একজন।