দেশে এক সপ্তাহে পরীক্ষা, শনাক্ত ও মৃত্যু কমেছে

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: দেশে গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা, শনাক্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা তার আগের সপ্তাহের চেয়ে কমেছে।

আজ সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত সপ্তাহ (২৩ আগস্ট থেকে ২৯ আগস্ট) পর্যন্ত দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে দুই লাখ ১৯ হাজার ৮৭৬টি। এটা তার আগের সপ্তাহ (১৬ আগস্ট থেকে ২২ আগস্ট) পর্যন্ত ছিল দুই লাখ ৪০ হাজার ৯৯৬টি।

অর্থাৎ গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা তার আগের সপ্তাহের তুলনায় কমেছে আট দশমিক ৭৬ শতাংশ।

একইভাবে গত সপ্তাহে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৫৩৯ জন, যা তার আগের সপ্তাহে ছিল ৪৩ হাজার ৯৬ জন। আগের সপ্তাহের চেয়ে গত সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ২৬ দশমিক ৮২ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৫১ হাজার ৮২৩ জন, আর তার আগের সপ্তাহে সুস্থ হয়েছিলেন ৭১ হাজার ১৭৬ জন। ২৭ দশমিক ১৯ শতাংশ রোগী কম সুস্থ হয়েছেন তার আগের সপ্তাহের তুলনায়।

একইসঙ্গে গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে ৭৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তার আগের সপ্তাহে মারা গিয়েছিল এক হাজার ১০৭ জন। গত সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে ৩৩ দশমিক ৭৯ শতাংশ মৃত্যু কম হয়েছে বলে জানিয়েছে অধিদফতর।