দেশে আসছে নতুন দুটি বেসরকারি এয়ারলাইন্স

অনলাইন নিউজ ডেস্ক: ২০২২ সালের শুরুতে বাংলাদেশে নতুন দুটি বেসরকারি এয়ারলাইন্স চালু হতে চলেছে। এয়ারলাইন্সগুলো নাম হলো ফ্লাই ঢাকা ও এয়ার অ্যাসট্রা।

ফ্লাই ঢাকার আবেদন যাচাই-বাছাই করে তাদের এনওসি দেয়া হয়েছে। ফ্লাই ঢাকার মূল মালিকানায় রয়েছেন সাবেক পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও কয়েকজন ব্যবসায়ী। এনওসির অপেক্ষায় থাকা এয়ার অ্যাসট্রার মালিকানায় রয়েছেন এক জাপান প্রবাসী ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা।

শিগগিরই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে ফ্লাই ঢাকা।

এয়ার অ্যাসট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, ‘এয়ার অ্যাসট্রা ২০২২ সালের জানুয়ারিতে আকাশে ওঠার জন্য প্রস্তুত। এয়ার অ্যাস্ট্রা সাতটি রুটে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করছে।’

তিনি আরো বলেন, বাংলাদেশের প্রথম বেসরকারী এয়ারলাইন্স অপারেটর হওয়ার কারণে এয়ার অ্যাস্ট্রা আই ও এস এ সার্টিফিকেশন পেতে আগ্রহী। আমরা বাংলাদেশে প্রথমবারের মতো কর্পোরেট ও ব্যবসায়িক গ্রাহকদেরদের জন্য বিভিন্ন সুবিধা চালু করবো।।’