দেশসেরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তলানিতে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: স্বাস্থ্য সেবার মানদণ্ডে স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত এক জরিপে সর্বোচ্চ ৭৯ দশমিক ৯৮ স্কোর নিয়ে দেশের সেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে মনোনীত হয়েছে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়াও দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যাদের স্কোর ৭৯ দশমিক ৫১।

শনিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং-এইচএসএস) রেটিংসে এসব তথ্য জানা গেছে।

প্রকাশিত স্কোরে দেখা গেছে, সর্বোচ্চ ৭৯ দশমিক ৯৮ স্কোর নিয়ে দেশের সেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে মনোনীত হয়েছে রংপুর বিভাগের দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। একইসঙ্গে সারা দেশে দ্বিতীয় হয়েছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে সর্বনিম্ন ১৫ দশমিক ১ স্কোর নিয়ে তালিকার তলানিতে অবস্থান করছে সিলেট বিভাগের সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং স্কোর তৈরিতে ১০টি সূচকে মোট ১০০ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। মানসহ সূচকগুলো হলো— সেবা প্রদান, এই সূচকের মান ৭ দশমিক ২। এছাড়াও জনবল (সূচকের মান ৭ দশমিক ৬), স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রদান (সূচকের মান ১৮ দশমিক ৬), প্রয়োজনীয় ঔষধ/যন্ত্রপাতি/ সেবা/অবকাঠামোগত সুবিধা (সূচকের মান ২ দশমিক ১৭), নেতৃত্ব/সুশাসন/ব্যবস্থাপনা (সূচকের মান৩ দশমিক ৪৩)।

এছাড়াও রয়েছে সেবা প্রাপ্তির সুযোগ (সূচকের মান ২০ দশমিক ৫), গুণগত সেবা প্রদান (সূচকের মান ১২), সেবার পরিধি (সূচকের মান ১২), নিরাপদ সেবা প্রদান (সূচকের মান ২ দশমিক ৫, এবং স্থানীয় পর্যবেক্ষণ (সূচকের মান ১৪)।