সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা বলা হয়েছে
এছাড়াও পৃথক আরেক আদেশে আরও চার পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—জামিল আহমদ, হুমায়ুন কবির, ওয়াই এম বেলালুর রহমান ও মীর রেজাউল আলম।