সারাবিশ্বডটকম অনলাইন নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে দলীয় বিদ্রোহী ও বিএনপির প্রার্থীদের কাছে হেরে গেছে ছয় নৌকার প্রার্থী। নয়টি ইউনিয়নের মধ্যে মাত্র তিনটিতে জয়ী হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা।
এজেন্টদের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, রফিনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শৈলেন্দ্র কুমার তালুকদার (নৌকা), ভাটিপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বদরুল ইসলাম চৌধুরী মিফতাহ (মোটরসাইকেল), রাজানগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী জহিরুল ইসলাম জুয়েল (চশমা), চরনারচর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী পরিতোষ রায় (আনারস), সরমঙ্গল ইউনিয়নে বিএনপির মোয়াজ্জেম হোসেন জুয়েল (চশমা), করিমপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত লিটন চন্দ্র দাস লিটু (নৌকা), জগদল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত হুমায়ুন রশীদ লাভলু (নৌকা), তাড়ল ইউনিয়নে বিএনপির প্রার্থী ইউনিয়ন যুবদলের সভাপতি আলী আহমদ (চশমা), কুলঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী একরার হোসেন (মোটরসাইকেল) বিজয়ী হয়েছেন।