দলীয় কর্মী নয়, সরকারি কর্মচারী হিসেবে কাজ করুন: সিইসি

সিইসি কাজী হাবিবুল আউয়াল। সংগৃহীত ছবি

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের মাঠে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) দলীয় কর্মী হিসেবে নয়, সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এবার নির্বাচন কমিশন (ইসি) শক্ত অবস্থানে থাকবে। ডিসি–এসপিদের সঙ্গে বৈঠকে কমিশন এ বার্তা দিয়েছে।

আজ শনিবার জেলা পরিষদ নির্বাচন ও অন্যান্য নির্বাচন নিয়ে সব জেলার ডিসি–এসপিদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন। মতবিনিময় শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন। মতবিনিময়ে ডিসি-এসপি ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আক্তার হোসেন ও অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম অংশ নেন। বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব সাংবাদিকদের ব্রিফ করেন।