থাইল্যান্ডে ডে কেয়ার সেন্টারে এলোপাতাড়ি গুলির পর হামলাকারীর আত্মহত্যা, শিশুসহ নিহত ৩৪

বাঁয়ে হামলাকারীর ছবি। সংগৃহিত

সারাবিশ্বডটকম আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে শিশুদের একটি ডে কেয়ার সেন্টারে বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় হামলাকারী নিজেও আত্মহত্যা করে মারা গেছেন বলে জানিয়েছে থাই পুলিশ।

সাবেক এই পুলিশ কর্মকর্তা গুলি করে আত্মহত্যা করার আগে নিজের স্ত্রী ও সন্তানকেও হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।হতাহতদের মধ্যে ২২ শিশু রয়েছে বলে জানা গেছে। যখন হামলাকারী সেখানে আসে তখন ওই ডে কেয়ারে ৩০ শিশু ছিল বলেই রয়টার্সকে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ কর্মকর্তা জিদাপা বনসম। 

গত বছর হামলাকারীকে পুলিশের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডে কেয়ারে পৌঁছে প্রথমে পাঁচ কর্মীকে গুলি করে ওই হামলাকারী। এদের মধ্যে একজন অন্তঃসত্তা নারী শিক্ষকও ছিলেন।

এই বন্দুকহামলাকে প্রথমে আতশবাজি ভেবে ভুল করেছিল স্থানীয়রা।