সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: ঢাকা মহানগর পুলিশ জনগণের পুলিশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাজারবাগে মন্ত্রী বলেন, ২০ বছর আগে পুলিশকে মানুষ ভয় পেলেও এখন সেই পুলিশই মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। অনুষ্ঠানে পুলিশের আইজি বলেন, প্রতিটি থানাকে জনগণের বন্ধু হিসেবে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
১৯৭৬ সালে মাত্র ৬ হাজার সদস্য আর ১২ থানা নিয়ে শুরু করলেও এখন এর সদস্য ৩৪ হাজার আর থানা ৫০টি। ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিকতা শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এরপর কাটা হয় কেক।
ডিএমপি কমিশনার বলেন, অপরাধের ধরন বদলেছে, একইসাথে আধুনিকও হয়েছে ঢাকা মহানগর পুলিশ। বলেন, জঙ্গি দমনের রোল মডেল ডিএমপি।
পুলিশ প্রধান বলেন, প্রায় আড়াই কোটি মানুষের শহরে অপরাধ নিয়ন্ত্রণ কঠিন হলেও ডিএমপি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। থানাকে জনগণের বন্ধু হিসেবে ডিএমপিকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, বলেন- পুলিশ প্রধান।
ট্রাফিক পুলিশদের জন্য প্রতিটি ট্রাফিক বক্সে টয়লেট স্থাপনের ঘোষণা দেন উত্তর সিটির মেয়র। আর দক্ষিণের মেয়র বলেন, এআই প্রযুক্তি দিয়ে যানযট নিরসনে ট্রাফিক পুলিশের সাথে কাজ করছে তারা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশের আইজি বলেন, জনগণের পুলিশে পরিণত হয়েছে ডিএমপি।