সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রবিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে মিরপুর বিভাগের দারুস সালাম জোনের এডিসি এ জেড এম তৈমুর রহমানকে সিটি ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে (ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং), প্রটেকশন বিভাগের (সংসদ ভবন নিরাপত্তা) মো. জামিল রহমান খানকে মিরপুর বিভাগের দারুস সালাম জোনে, সিটি ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের (ইকনোমিকাল ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রফিকিং) তৌহিদুল ইসলামকে বিমানবন্দর জোনে এবং বিমানবন্দর জোনের বর্তমান এডিসি তাপস কুমার দাসকে প্রটেকশন বিভাগে (সংসদ ভবন নিরাপত্তা) বদলি করা হয়েছে।