ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৮ কর্মকর্তাকে বদলি

ছবি সংগৃহিত।

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদায় দুইজন ও অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাসহ আট জনকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরার সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের এ বদলি করা হয়।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।