ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় হাবিবুল্লাহ (৬) নামের এক শিশু ও সদরের শিবগঞ্জ এলাকায় মাহেন্দ্র ট্রলির ধাক্কায় আব্দুল আওয়াল (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল এবং দুপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুল্লাহ রাণীশংকৈল উপজেলার চন্দনচহট গ্রাামের তৈয়ব আলীর ছেলে ও আব্দুল আওয়াল হরিপুর উপজেলার গেদুরা মুন্নাটলী এলাকার আওয়ামী লীগ নেতা সৈকত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় নেকমরদ থেকে বালিয়াডাঙ্গীর উদ্দেশ্যে যাওয়া একটি মাইক্রোবাস শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয়।

এদিকে, ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের শিবগঞ্জ এলাকায় স্ত্রীকে নিয়ে শহরে যাওয়ার পথে বিপরীতমুখী একটি মাহেন্দ্র ট্রলির ধাক্কায় আব্দুল আওয়াল নিহত হন। এ সময় তার স্ত্রী গুরুতর আহত হন।

রাণীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।