টসে জিতে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স

অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজ রবিবার দিনের দ্বিতীয় খেলায় ব্যাটিংয়ে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স।

এদিকে প্রথম ম্যাচ হেরে শুরুতে ধাক্কা খেয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। আজ সেই ধাক্কা কাটিয়ে তোলার পালা।

উল্লেখ্য, দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তামিম ইকবাল এবং শহীদ আফ্রিদির ব্যাটিং দাপটে তারা ৪ উইকেটে হারিয়েছে ডেভিড ওয়ার্নারের সিলেট সিক্সার্সকে।