অনলাইন ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে নতুন মোটরসাইকেল কিনে শ্বশুরবাড়ি বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পারভেজ নামের আরেক যুবক।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাহমুদপুর বটতলা নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামের মজো উদ্দিনের ছেলে।
আহত পারভেজ জানান, তার চাচাতো দুলাভাই আলী হোসেন নতুন মোটরসাইকেল কিনে তাদের ত্রিলেচানপুর গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। এ সময় মোটরসাইকেল চালিয়ে যাবার সময় মাহমুদপুর বটতলা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।