ঝিনাইদহে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: ঝিনাইদহ ইন্সটিটিউট অব হেল্থ টেকনোলজির (আইএসটি) প্রথম বর্ষের ছাত্র বিশ্বজিৎ ভক্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে ঝিনাইদহ শহরে হরিণাকুন্ডু এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিশ্বজিৎ ভক্ত মাদারীপুর জেলার রাজৈর উপজেলার চৌরশি গ্রামের বিপুল ভক্তের ছেলে। বিশ্বজিৎ আইএসটি’র ফিজিওথেরারি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি ২০১৩ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে আইএসটি’তে ভর্তি হন।

আইএসটির অধ্যক্ষ ডা. রবিউল হাসান জানান, সংসদ নির্বাচনের আগে বাড়িতে যায় বিশ্বজিৎ ভক্ত। শনিবার সকালের দিকে বিশ্বজিৎ বাড়ি থেকে ছাত্রাবাসে ফিরে আসে সে। পরে সোমবার বেলা ১১টার দিকে ছাত্রাবাসের তৃতীয়তলার ৩১৫ নম্বর কক্ষ বন্ধ দেখে সহপাঠীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সেখান থেকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রেমঘটিত কারণে বিশ্বজিৎ ভক্ত গলায় রশি দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছেন অধ্যক্ষ।

সদর থানার ওসি শেখ ইমদাদুল হক জানান, থানায় অধ্যক্ষ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। আত্মহত্যা না অন্য কোনো ঘটনা তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।