অনলাইন ডেস্ক: জ্যেষ্ঠ সাংবাদিক আমানুল্লাহ কবীরের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে তার মরদেহ প্রেসক্লাবে আনা হলে তার দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিকরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফায় নামাজে জানাজা শেষে তাকে জামালপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে বর্ষিয়ান সাংবাদিক আমানুল্লাহ কবীরের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আমানুল্লাহ কবীর মঙ্গলবার রাত ১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ও মহাসচিব আমানউল্লাহ কবির প্রায় সাড়ে চার দশকের সাংবাদিকতা জীবনে নির্বাহী সম্পাদক হিসেবে দি ইন্ডিপেডেন্ট, বার্তা সম্পাদক হিসিবে দ্য ডেইলি স্টার, প্রধান সম্পাদক হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), সম্পাদক হিসেবে দৈনিক আমার দেশে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ তিনি অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।